নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনাঃ ঘরের ভেতরে থাকা অবস্থাতেই টালির চাল ভেদ করে বজ্রপাতে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনা দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর কুরালি গ্রামের। মৃতা তরুনী মল্লিকা নস্কর। এই বছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে। জানা গেছে, সোমবার ভোর চারটের সময় জেঠিমার সঙ্গে উঠোনে রাখা ধান ঘরে তোলার জন্য উঠেছিল ওই তরুণী। কিন্তু বৃষ্টি জোরে চলে আসায় বারন্দায় দাঁড়িয়ে থাকার সময় আচমকায় টালির চাল ভেদ করে ঘরের ভেতরে বাজ পড়লে তরুণীর শরীরের একদিকের অংশ ঝলসে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। সদ্য মাধ্যমিক দেওয়া তরুণীর মৃত্যুতে গোটা গ্রামে শোক নেমে এসেছে।