eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় পালিত হল ভোট উৎসব

বাঁকুড়ায় পালিত হল ভোট উৎসব

সংবাদদাতা, বাঁকুড়া:- বাঁকুড়ায় পালিত হল ভোট উৎসব। মশাল জ্বেলে, ডিএম অফিস থেকে সার্কিট হাউস পর্যন্ত একটি “ওয়কথন” অর্থাৎ পদযাত্রা আয়োজিত হল শুক্রবার। প্রথম দফার ভোট শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, বাঁকুড়ায় ভোট ২৫ মে। সেই উপলক্ষে ঘোটকনাথ অর্থাৎ যামিনী রায়ের আঁকা বাঁকুড়ার ঘোড়াকে ম্যাসকট বানিয়ে ইলেকশন কমিশনের দ্বারা পরিচালিত একটি ভোট সংক্রান্ত জনসচেতনতা মূলক পদযাত্রা হলো বাঁকুড়ায়। প্রথমেই বাঁকুড়া জেলাশাসক সিয়াদ এন এবং জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি মশাল জ্বালান, এরপর বাঁকুড়া শহরের স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয় পদযাত্রা। পদযাত্রায় উপস্থিত ছিল আদিবাসী নৃত্য এবং রন পায়ের দক্ষ শিল্পীরা।

পদযাত্রায় অংশগ্রহণ করে বাঁকুড়ার বিভিন্ন স্কুল কলেজ যেমন বাঁকুড়া খ্রিস্টান কলেজ এবং বাঁকুড়া সম্মিলনী কলেজ। এই পথযাত্রায় অংশগ্রহণ করেন কিছু নতুন ভোটার। যেকোনো রকমের সমস্যা হলে পুলিশ প্রশাসন পাশে আছে বলে জানিয়েছেন বাঁকুড়ার জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি। পদযাত্রায় জেলাশাসক এবং পুলিশ সুপারকে অংশ নিতে দেখা যায় শুক্রবার। এভাবেই শুরু হলো বাঁকুড়াতে ভোটের উৎসব। স্কুল কলেজের পড়ুয়াদের সঙ্গে জেলার সর্বোচ্চ স্তরের প্রশাসনিক আধিকারিকরা এক তালে পা মেলালেন ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এই কর্মযজ্ঞে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments